Type Here to Get Search Results !

গটা পনৎ গে ওয়েস্টবেঙ্গল সিডিউল্ড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফেক এস.টি. সার্টিফিকেট ইস্যুতে গারজাঃ কানায়


আবোওয়াঃ ওয়েব পেজ- আদিবাসী কঠেন নিত্‌ ফেক এস.টি. সার্টিফিকেট ইস্যুদ সেঁগেল লেকান মিৎ আনাট। অ-আদিবাসীকো হানতে নাতে খন এস.টি. সার্টিফিকেট জগাড় কাতে স্কুল, কলেজ, উনিভার্সিটি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর চাকরি করেহঁ আদিবাসী কোওয়াঃ হৗটিঞ জুড়ু কো রেচ্‌ হাতাও এৎ তাকোওয়া। অনাতে অলঃপাড়হাও সাঁওতে টিচার্স ট্রেনিং আর চাকরি রেহঁ সারিন আদিবাসী কদ কো তায়মঃ কানা আর নিশড়ৗও অচো কানা। নংকা নিশড়ৗও আর রডচ্‌-কচলন রেনাঃ রড়দারাম লৗগিৎ ওয়েস্টবেঙ্গল সিডিউল্ড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পারমেন ১৮ ডিসেম্বর খন লেতাড়গে গটা পনৎ রেনাঃ জেলা করে ডি.এম., এ.ডি.এম. আর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রেন আধিকারিক কঠেন ঞাপাম কাতে দাবী কো বাডায় অচোয়েৎ কোওয়া।

তেহেঞ ২৮ ডিসেম্বর, বাং হৗটিঞ পুরুব মিদিনপুর জিলৗ চাঁগা পাহ্‌টা খন ফেক এস.টি. সার্টিফিকেট বিরুধরে পুরুব মিদিনপুর ডি.এম. ঠেন ডেপুটেশন কো এম কেদা। নোওয়া ডেপুটেশন রে তমলুক রৗস্কৗ মহল আর খেরওয়াল গাঁওতা গড় কিন এম আকাদা মেনতেহঁ বাডায় আকানা। দাবী কো মুদ্‌রে তাঁহেকানা- ১)  কাস্ট সার্টিফিকেট জৗলিয়াতি বিরুধরে সরকার চেঠাঃ হোয়োঃ তায়া, ২) এস.টি. সার্টিফিকেট হাতাও আকাৎ , মচাবেৎ নন এস.টি. হড়াঃ এস.টি. সার্টিফিকেট বাতিল করাও হোয়োঃ মা। ৩) দুয়ার দুয়াররে সরকার প্রকল্প তালাতে নন এস.টি. কো যাতে এস.টি. সার্টিফিকেট আল কো ঞাম অনা নিশ্চিন্তি লৗগিৎ সরাকারি আধিকারিক কো নাপায়তে তুনখি-তলাশ কাতে সার্টিফিকেট ইস্যু করাও হোয়োঃ মা, ৪) স্কুল, কলেজ,আপিস সাঁওতে নানাহুনৗ   র চাকরিরে যাঁহায় হড়কো এস.টি. বাং হুয় কাতেহঁ এস.টি. সার্টিফিকেট উদুঃ কাতে চাকরিরে কো বাহালঃ কানা, ওনকোওয়াঃ এস.টি. সার্টিফিকেট আর চাকরি বানার গে বাতিল করাও হোয়োঃ মা, ৫) স্কুল, কলেজ, উনিভার্সিটি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, টিচার্স ট্রেনিং এমান করেনাঃ ভরতি করে ফেক এস.টি. কো যাঁহা ভাবতে সারিন আদিবাসী কো ভরতি রেনাঃ দাও খন কো নিশড়ৗও অচোঃ কানা, অনা বন্দ কাতে সরকারাঃ যথাৎ বন্দেজ হাতাও হোয়োঃ তায়া।

ডেপুটেশন হাতাও আর গাপালমারাওরে সরকার পাহ্‌টা রেদয় তাঁহেকানা SC, ST, OBC Welfare Dept. রেন District Welfare Officer. নোওয়াকো নৗলিশ রেনাঃ তেলা দ মিৎ চাঁদ তায়ম বাডায়ঃ আ মেনতে মাড়তে  কঠেন খনগে বাডায় আকানা। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাহ্‌টা খন গাপালমারাও রেকো সেলেদ্‌ লেনা মানতান বিনয় কৃষ্ণ মান্ডি, সুরেন্দ্রনাথ মান্ডি, চারুচাঁদ হাঁসদা, দেবেন্দ্রনাথ হেম্ব্রম, রূপচাঁদ মান্ডি, শুকলাল হেম্ব্রম আর শিবরাম মুরমু এমান গোমকে কো।

Top Post Ad

Below Post Ad